কুহেলী গল্প লিখতে ভালোবাসে। ভবিষ্যতে নামকরা লেখিকা হতে চায়। ওর কাকার মেয়ে টুয়া ভালোবাসে প্রাইভেট টিউটর অরিত্রদাকে, যাকে বিয়ে করে সে সংসার পাততে চায়। টুয়ার জেঠুমণি রান্না করতে ভালোবাসেন। এই রান্নার গুন তিনি দিয়ে যেতে চান তাঁর একমাত্র মেয়ে কুহেলীর কলেজের বন্ধু সৌম্যকে। সৌম্য যে ঠিক কী ভালোবাসে, তা ওর নিজের কাছেও পরিষ্কার নয়। কিন্তু মনে মনে ও কুহেলীকে চায় কি...?