কলকাতা নিয়ে পূর্বেও অনেক সংখ্যা হয়েছে। তারপরেও এমন একটি চর্বিতচর্বণ বিষয় নিয়ে সংখ্যা করার সিদ্ধান্ত নেওয়া হল কেন? প্রথমত, এই সংখ্যায় বহুলচর্চিত বিষয়গুলিকে যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করা হয়েছে। দ্বিতীয়ত, আঠারো-উনিশ-বিশ শতকের পাশাপাশি এই সংখ্যায় উঠে এসেছে পঞ্চাশ, ষাট, সত্তর, আশি এবং নব্বইয়ের কলকাতা। এছাড়াও রয়েছে কলকাতা নিয়ে সমসাময়িক লেখকদের ভাবনা। সব মিলিয়ে এই সংখ্যাটি পাঠকের ভালো লাগবে বলেই আমাদের বিশ্বাস। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। বাকিটা পাঠকের হাতে। পাঠক তৃপ্ত হলে, আমাদের শ্রম সার্থক হবে।