‘চলে যেতে হয় বলে চলে যাচ্ছি, নাহলে তো আরেকটু থাকতাম’—একথা বলে এক শ্রাবণের শেষ রাতে ভাস্কর ‘শয়নযানে’ চড়ে চলে গেলেন এমন এক গ্রহে, যেখান থেকে আর ফেরা যায় না। তারপর কেটে গেল কুড়ি বছর। লিখে গিয়েছিলেন ‘মৃত্যুর পরেও আমি কবিতা লিখে পাঠিয়ে দেব তোমাদের।’ কিন্তু না, কোনো কবিতাই উড়ে আসেনি পাঠকের উদ্দেশ্যে। বরং দেখা গেছে অন্য ছবি। এই দীর্ঘ সময়ে বর্ষীয়ান কবিরা (যাঁরা অনেকেই প্রয়াত) ভাস্করকে নিয়ে কবিতা, গদ্য লিখেছেন। অনুজ কবিরা স্মৃতিচারণ করেছেন নানা পত্র-পত্রিকায়।—এইসব নিয়েই আলোচ্য সংকলন ‘ভাস্বর ভাস্কর’।