বিশ্ববন্দিত ভাস্কর ও শিল্পীদের সঙ্গে রামকিঙ্কর বেইজের নাম একই সঙ্গে উচ্চারিত হলেও তাঁর জীবন অনিঃশেষ সংগ্রামের, নিন্দার ও বিতর্কের। পারিবারিক সামান্যতম কৌলীন্য তাঁর ছিল না, ছিল কঠিন অধ্যাবসায় আর নিন্দা বা প্রশংসায় অবিচল থাকার অমেয় শক্তি। তিনিই বলতে পারেন, ‘ফিলিং ফর এভরিথিং, ফিল... ফিল... যদি ফিলিং দুর্বল হয় তবে শুধুই নিরাশা। ধ্যান ঠিক হলে ফিলিং হবেই।’
অমিত মন্ডল রামকিঙ্করের জীবনের নানাদিক নাতিদীর্ঘ পরিসরে উন্মোচিত করেছেন এই গ্রন্থে।