সুতানুটির হাওয়া বদল হয় সপ্তদশ শতকে। গঙ্গার পূর্বপাড় তখন বাণিজ্যের অন্যতম সেরা জায়গা। বড় বড় বিদেশি জাহাজ নোঙর করে এখানে। নানান জায়গার মানুষ কেনাবেচার টানে হাজির হয়। ধীরে ধীরে গড়ে ওঠে বসতি-টোলা। জাঁকিয়ে বসে বাজার। জোব চার্ণকও বেছে নেন জায়গাটিকে ব্যবসা চালনা করতে। কলকাতার এই আদিকালের ইতিহাসের সঙ্গে মিশে আছে বহু জানা-অজানা গল্প। বদ্রীদাস, বাতাসি, ফাগুলাল কিংবা নয়নতারার মতো 'সাধারণ মানুষেরা সাক্ষী থেকেছে সুতানুটির উত্থানে। ইতিহাসের প্রেক্ষাপটে দাঁড়িয়ে জীবন-জীবিকার গল্প 'সাকিন সুতানুটি'। কলকাতার ইতিহাস-চর্চায় এই গ্রন্থের ভূমিকা অনস্বীকার্য।