টুকরো টুকরো গদ্যে এক হারিয়ে যাওয়া সময়কে ধরেছেন লেখক। যে সময়ে জীবন ছিল নির্ভার। শান্ত। তখনও মানুষের চাহিদা জীবনকে ছাপিয়ে যায়নি। গ্রামবাংলার মাঠঘাট, পুকুরপাড়, ধানখেত, কীর্তন, পিটু খেলার মতো নানাকিছু এই গ্রন্থের চরিত্র হয়ে উঠেছে। শহরের মতো সেই গ্রামও এখন পালটে গেছে। বালি, শ্রীরামপুর, বলাগড় কিংবা পুরীর মতো জায়গাও আর আগের মতো নেই। নেই আগের মানুষজনেরাও। এই বইয়ের লেখাগুলো সেই হারিয়ে যাওয়া সময়কেই দু' মলাটের মধ্যে এনে ফেলেছে।