ভাস্কর চক্রবর্তী—বাংলা কবিতার রাজকুমার। লেখা শুরু করার প্রথম থেকেই তিনি চেয়েছিলেন বাংলা কবিতা নিয়ে একটা হেস্তনেস্ত করার। নিজেই নিজের ওপর দায় চাপিয়েছিলেন তথাকথিত ছন্দ ছাড়া, জ্যান্ত ও নতুন কবিতা লেখার। লোকে ভুল বুঝতে পারে জেনেও, অনেক কিছু করতে সক্ষম হলেও, তিনি একজন প্রকৃত কবির জীবনই যাপন করেছেন আজীবন। কবিতার জগতে প্রবেশ মাত্রই তিনি তরুণ কবিদের হৃদয় জয় করেছেন এবং আজও করছেন। জীবনানন্দের মতোই তাঁর কবিতা পাঠককে সহজেই সংক্রামিত করে তোলে…