প্রচণ্ড গরমের শহর থেকে উত্তর ভারতের পাহাড়ি ঠান্ডা আর নির্জনতার মধ্যে লেখা কিছু মুহূর্ত, কিছু মনকেমন আর কিছু একাকীত্ব, পদ্যের মতো ছাপা রইল এই বইয়ের পাতায়। পাহাড়ি নদীর পাড়ে বেখেয়ালে ফুটে থাকা ফুলের চেয়ে বেশি দাবি এর নেই। শুধু ভালবাসার কথাই অস্ফুটে বলা রইল এই ছোট বইটায়।