সরল ছন্দসুরের ভিত ও সহজ শব্দের গাঁথুনিতে গড়ে ওঠা অজস্র ছোট্ট ছোট্ট পদ্য যারা কালের চলনসঙ্গী হয়ে উঠেছে নিজেদের অনায়াস ও নির্ভার বৈচিত্র্যে, আমরা ছড়া বলি তাদেরই। আপাতদৃষ্টিতে নিরর্থক বোধ হলেও, নিবিড় পাঠে এই লোকায়ত বাক্শিল্পই হয়ে ওঠে লোকজীবনের এক অনন্য আয়না। নিবিড় পাঠ প্রয়োজনীয় কেননা দর্পণটিতে প্রতিবিম্বিত যাপনচিত্র সুস্পষ্ট নয়। বেশিরভাগ ছড়ার শরীরেই অন্তর্নিহিত যাপন-আখ্যানের আভাস যেন বড় আবছা। সমকাল ও সমাজচিত্র যেন এলোমেলো নিদ্রায় শায়িত তাদের অন্তরলোকে। এ গ্রন্থের উপজীব্য প্রকৃতপ্রস্তাবে এই আপাত অসংলগ্ন চৌকাঠটি পেরিয়ে, ছড়া-রাজ্যের অন্দরে প্রবেশ করে, প্রত্যেকটির অন্তঃস্থলে ঘুমিয়ে থাকা সেইসব আখ্যানগুলিকে জাগরুক করা। গ্রন্থের মোট দশটি অধ্যায় জুড়ে তাই প্রচেষ্টা রয়েছে বিবিধ প্রকার ছড়াদের আড়ালে জমে থাকা ইতিবৃত্ত এবং কল্পকথা তুলে আনবার। সেসব গল্প শোনা ও শোনানোর।