‘কলকাত্তাইয়া’ একটি অস্তিত্বের পরিচিতি। তাকে জুড়ে রয়েছে উনিশ শতকীয় নকশা। ডামাডোল, চাপানউতোরে ঠাসা এই শতাব্দীকে নিয়ে মুগ্ধতা যেমন রয়েছে। তেমনই রয়েছে সমালোচনা ও প্রশ্নের অবকাশ। তবে, এই শতকটির ওপর ভর করে কলকাতা শহরের ভিত তৈরি হয়েছে। তার সমাজ বদলেছে, বদলেছে ভূগোলও। শহরটার ভিতরে ‘ব্যতিক্রমী স্বাতন্ত্র্য’র জন্ম দিয়েছে। একটা পুরোনো আদল ভেঙে এই যে নতুন একটা পরিচিতি জন্ম নিল, তারই কিছু গল্পগাছা ছড়িয়ে আছে এই বইতে। গল্প, তবে কাল্পনিক নয়, বাস্তব। নানান অনুষঙ্গে কলকাতাকেই অনুভব করার আন্তরিক চেষ্টার হদিশ মেলে এই বইতে।