‘কলিকাতার কসবি কিস্সা’ আসলে একটি খোঁজ। প্রাচীন ভারতের নানান প্রদেশ থেকে নবীন বঙ্গের শ্রেষ্ঠ নগরে, বিভিন্ন যুগে ও যুগপতিদের কালে কেমন ছিলেন তাঁরা, বাহ্যিক রূপ এবং সাঙ্গীতিক গুণই ছিল যাঁদের জীবিকার মূল পুঁজি, সেই বারনারীরা এবং বাঈজীরা? কেমন ছিল পেশাজীবন, ব্যক্তিজীবন, বাঁচন-মরণ, ঘৃণা, প্রেম, বাৎসল্য ও তিতিক্ষা? সমাজের চোখে তাঁরা ও তাঁদের চোখে সমাজের যে সার্বিক ছায়াচিত্র, তাকেই আঁকার ক্ষুদ্র প্রচেষ্টা বহমান এই বইটি জুড়ে। ইতিহাস নির্ভরতা এর সর্ব্বাঙ্গে, কল্পকথার আনাগোনা তারই আনাচে কানাচে।