যাত্রীর ছায়া মুছে গেছে; যাত্রার দিকে প্রণামের মধ্যে দিয়ে শুরু হয়েছে এই কাব্যগ্রন্থের প্রাথমিক সফর। তাঁর কবিতায় আপাত-সংলগ্নতা প্রায়ই মুছে যায়; তিনি আমাদের হাত ধরে আশ্চর্য এক পৃথিবীতে নিয়ে যান। তাঁর এই কাব্যগ্রন্থের আরও একটি বড় লক্ষণ— নন্দনের সন্ধান। শুভ-অশুভের সীমানা পেরিয়ে সে খোঁজ চলেছে। রয়েছে প্রেম ও তীব্র আসঞ্জন। এ-সময়ের প্রধান এক স্বরের তীব্র বিস্ফোরণ ধারণ করে রয়েছে ‘নিশিপ্রহরী’। বাহাত্তর পাতার এই গ্রন্থ পাঠকের কাছেও আশ্চর্য সফর হয়ে উঠবে, আশা করা যায়।