নৈঃশব্দ্য ঈশ্বরের মতো অক্ষর হয়ে জেগে থাকে আলোগাছটির নীচে। কী নিরুচ্চ ধ্বনি! যেন শব্দের ওপার থেকে দু-একটি ঢেউ, ছুঁয়ে যায় মুগ্ধতার মুখ। আর মায়া, খুব নীচু হয়ে নেমে আসে ঘনিষ্ঠ আদরের মতো, কবিতার গায়ে লেগে থাকে সেইসব আলোগন্ধ। ... স্বভাব-নৈঃশব্দ্যের কবি কল্লোল বন্দ্যোপাধ্যায় এই কাব্যগ্রন্থেও নির্মাণ করেছেন সেই আলোসেতু।