টুকরো কিছু লেখার সংকলন। মূলত বাউল ও ফকির সমাজে ঘুরে বেড়ানো, দেখা, বোঝা শেখার দিন-দুনিয়া। তার সঙ্গে কৌমসমাজের খুঁটিনাটি আর প্রান্তিক জীবনে লোকভাষার অন্বেষণ এই লেখাগুলিতে ছায়া ফেলেছে। পরিবর্তিত বাউল-সমাজের ওপর নগরায়ন কিভাবে সম্প্রসারিত হচ্ছে তারই খণ্ড ইতিকথা।... আবিষ্কারের আকাশ এবং ধারালো সমালোচনা এই সংকলনটিতে জায়গা করে নিয়েছে। প্রশ্ন উঠে এসেছে তবে এই দীর্ঘ লোক-ঐতিহ্যের কি শেষ পর্যন্ত অবসান ঘটতে চলেছে? পাশাপাশি নিয়ত ঘটে চলা লোকসংস্কৃতির বিধর্মী পথের কথাও লিপিবদ্ধ থাকল লোক-ঐতিহ্যের বিভিন্ন মাধ্যম সম্পর্কে।