শুধু মদ-গাঁজাই নেশা নয়। আরও আছে গোপন, জটিল মায় ঝুঁকি-ভরা নেশার উপাদান। নেশা যেমন ডেকাডেন্স থেকে উঠে এসেছে তেমনই নেশা হয়ে উঠেছে আবিষ্কার আর শিল্প ভাবনার সহযোগী। সেইসব নেশা ও নেশাড়ুদের নানা গল্প-কথায় সাজানো হয়েছে এই সংকলন।... তার ব্যাখ্যা বিশ্লেষণ উঠে এসেছে কখনো সমাজতত্ত্ব থেকে, তো কখনো রাজনৈতিক ষড়যন্ত্রকে সাক্ষী রেখে। নেশারও আছে জাত-পাত, ভাল-মন্দ, পছন্দ-অপছন্দও। পঞ্চাশের দশক থেকে সত্তর দশকের রাজনৈতিক বিচ্ছিন্নতার সূত্র খুঁজে পাওয়ার চেষ্টা হয়েছে এই সংকলনটির বিভিন্ন অধ্যায়ে। আজ তার বর্তমান অবস্থাটিও ছুঁয়ে গেছেন লেখক।